আর্থিক সঙ্কটের কারণে ফরিদা পারভীনের চিকিৎসা হচ্ছিল না। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি একেবারেই অস্বাীকার করেছেন শিল্পীর ছেলে ইমাম জাফর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।
দীর্ঘ দেড় বছর অপেক্ষার অবসান ঘটিয়ে সেন্সর জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে আলোচিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রটি ভিত্তি করে তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে বহুল চর্চিত এক সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের রহস্যকে, যা এর শুরু থেকেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল।
অভিনেত্রী জয়া আহসান শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও নিজের সৃজনশীলতা ও ভালোবাসার জায়গা গড়ে তুলেছেন। অভিনয়ের পাশাপাশি বাগান করার শখ রয়েছে তার, যা পূরণ করতে নিজের বাড়িতেই করেছেন ছাদবাগান। সেই বাগানে এবার ধরেছে ফল, আর সেই আনন্দই ভাগাভাগি করে নিয়েছেন নিজের ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
এখন আর এটি মুক্তিতে কোনো বাধা নেই—জেনে খুব ভালো লাগছে।
কলকাতার এক সংবাদমাধ্যমকে তিনি জানান, বছরের পর বছর কাজ পান না তিনি। তা নিয়ে তো কারো কোনো মাথাব্যথা নেই!
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। বয়স ৫০-এর গণ্ডি পেরুলেও এখনও নায়িকার চরিত্রেই দেখা মেলে তার।
ছোট পর্দার গুণী অভিনেত্রী তানজিন তিশা। ওয়েব সিরিজেও সরব তিনি। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত এই তারকা যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর শোতে প্রথম অতিথি হয়ে হাজির হয়েছিলেন। সেখানেই জানান, আগামী পাঁচ বছরের মধ্যেই তিনি কি কি করতে চান।
জয়া আহসান কাজ নিয়ে যেমন সব সময় আলোচনায় থাকেন, তেমনি তার বয়স আর রোমান্টিক রিলেশনশীপ নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। তাই বিভিন্ন সাক্ষাৎকারে এই তারকার কাছে নতুন করে বিয়ে-সংসার নিয়ে চিন্তা ভাবনার কথা জানতে চাওয়া হয়।
এ বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ৯ কোটি টাকা এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ৪ কোটি টাকা অনুদান দিয়েছে। যেখানে স্বজনপ্রীতি ও অনুদান কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
নি নিজেই একাধিকবার প্রকাশ্যে বলেছেন, তাকে পাকিস্তানি বলে চালিয়ে দেওয়া যেতেই পারে! এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছিলেন। সে সময় অনেকে বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে নিলেও, এটি নতুন আলোচনার জন্ম দেয়।
সমাজে একটা কথা প্রচলিত আছে, শোবিজের মানুষের সংসার টেকে না! কিন্তু জনপ্রিয় সঙ্গীতশিল্পী-অভিনেতা তাহসান খান এবং মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য দেখে অসংখ্য মানুষ তাদের আদর্শ ভাবতে শুরু করে।
মা’ অভিধানের হয়তো সবচেয়ে ছোট শব্দ। তবে এই শব্দের শক্তি আকাশছোঁয়া। ওপার বাংলার পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘ডিয়ার মা’। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার। সিনেমার পোস্ট প্রোডাকশন নিয়ে এই মুহূর্তে তুঙ্গে ব্যস্ততা গোটা টিমের।
ভানুমতী ভূতের হোটেল' ছবির শুটিং চলাকালীন তীব্র ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়।
আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেই সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করতে দেখা যায় তাকে।