ভাঙ্গা প্রতিনিধি ::
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামে অটোভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ আব্দুল্লাহ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকালে (৭ জুলাই) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ছোট মুচকুরনী গ্রামের কাচামাল ব্যবসায়ী আজিজুল মোল্লার ছেলে ও বাবার সাথে কাচামালের ব্যবসা করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত দশটার দিকে পুকুরিয়া বাজারে কাচামালের ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল করে বাড়ি ফেরার সময় মহেশ্বরদী বাগমারা মোড়ে তার মোটরসাইকেলের সঙ্গে বিপরীত মুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পরে অবস্থা অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিক্যালে ভর্তি করে। সোমবার সকাল ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অবনতি ঘটলে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে আবদুল্লাহর মৃত্যু হয়।
পুখুরিয়া বাজার বণিক সমিতির সভাপতি জহের মিয়া জানান, কাচামাল ব্যবসায়ী আবদুল্লাহ মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হওয়ার খবরে গোটা এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আব্দুল্লাহর বন্ধু রাসেল মোল্লা বলেন, সন্ধ্যায় তার সাথে কথা হলেও রাতে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়েছিল। সকালে মৃত্যুর খবর বলতে গিয়ে বন্ধুর জন্য কান্নায় ভেঙে পড়েন।
.
রিপোর্টার্স২৪/এস