| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দলীয় নিয়ম ভাঙায় গাজীপুর বিএনপির ৪ নেতা বহিষ্কার

  • আপডেট টাইম: 06-07-2025 ইং
  • 90165 বার পঠিত
দলীয় নিয়ম ভাঙায় গাজীপুর বিএনপির ৪ নেতা বহিষ্কার
ছবির ক্যাপশন: দলীয় নিয়ম ভাঙায় গাজীপুর বিএনপির ৪ নেতা বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি: চাঁদাবাজি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অপকর্মের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

রবিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো: তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাদাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর মধ্যে রবিবার দুপুর আড়াইটার দিকে চাঁদাবাজিসহ নানা অভিযোগে গ্রেফতার হন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী জিয়াউল হাসান স্বপন ওরফে জিএস স্বপন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বপন পেশায় একজন আইনজীবী। তিনি সাবেক বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও বিএনপি নেতাকর্মীদের জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি করে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করার পর সোমবার (৭ জুলাই) আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪