| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় অস্ত্রের মুখে শিশুকে জিম্মি করে ডাকাতি, মহিলাসহ আহত ৫

  • আপডেট টাইম: 06-07-2025 ইং
  • 90438 বার পঠিত
ভাঙ্গায় অস্ত্রের মুখে শিশুকে জিম্মি করে ডাকাতি, মহিলাসহ আহত ৫
ছবির ক্যাপশন: ফরিদপুর জেলার ভাঙ্গায় অস্ত্রের মুখে শিশুকে জিম্মি করে ডাকাতি ঘটনায় ডাকাত দলের অস্ত্রের আঘাতে একই পরিবারের ৫ জন আহত হয়েছে।

ভাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুর জেলার ভাঙ্গায় অস্ত্রের মুখে শিশুকে জিম্মি করে ডাকাতি ঘটনায় ডাকাত দলের অস্ত্রের আঘাতে একই পরিবারের ৫ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার ভোর রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের কুয়েত ফেরত প্রবাসী বাবুল মাতুব্বরের বাড়িতে। সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ দেড়লাখ টাকাসহ ঘরের মালামাল লুটে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ডাকাতির খবরে রোববার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি ঘটনায় ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত পৌনে চারটার দিকে সংবদ্ধ ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দলের সদস্যরা বাবুল মাতুব্বরের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করার পর ঘুমন্ত নারী ও পুরুষের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘুম থেকে জাগিয়ে তোলে। গৃহস্থ পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে ওঠে। তারা কিছু বুঝে উঠার আগেই দেড় বছরের শিশু আনিশাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা নগদ অর্থসহ ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাত দলের অস্ত্রের আঘাতে গৃহকর্তা বাবুল মাতুব্বর, তার স্ত্রী রোজিনা বেগম, মেয়ে শ্রাবন্তী ও শিশু আনিশা আহত হয়।

প্রতিবেশী আনোয়ার মাতুব্বর বলেন, ভোর রাতে বাবুল মাতুব্বরের বাড়িতে ডাকাত ডাকাত চিৎকার শুনে তারা এগিয়ে এসে ঘটনাটি জানতে পারেন। এসময় গ্রামে খবর ছড়িয়ে পড়লে বাড়িতে লোকজনের ভীড় জমে উঠে।

গৃহবধূ রোজিনা বেগম বলেন, বাড়ির সবাই তখন ঘুমিয়ে ছিল। দরজার খিলের পাশে কাটার পর বন্ধ দরজা খুলে ডাকাত দল ঘরের ভিতরে ঢুকে পড়ে ধারালা অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে। এসময় আমার চিৎকারে ঘরের অন্য সকলের ঘুম ভেঙে গেলেও আমার  ঘুমন্ত শিশু নাতিনের উপর ডাকাতেরা অস্ত্র ধরে রেখে টাকাসহ ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪