| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডোবার পানিতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম: 06-07-2025 ইং
  • 90768 বার পঠিত
ডোবার পানিতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ছবির ক্যাপশন: ডোবার পানিতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ডোবার পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (৬ জুলাই) সকালে মেট্রো থানাধীন দেওয়ালিয়া দিঘির পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ী গ্রামের আকমলের ছেলে মো. জুনায়েদ। সে বাবা-মায়ের সঙ্গে দক্ষিণ দেওয়ালিয়া বাড়ী এলাকায় ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থেকে বাগানবাড়ি চার রাস্তার মোড়ে আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো। অন্য শিশুটি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তাতলা গ্রামের মো. শামীমের ছেলে মো. আব্দুল মোমিন। সে তার বাবা-মায়ের সঙ্গে এনায়েতপুরের মামুনের বাড়িতে ভাড়া থেকে একই মাদ্রাসায় পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তারা দুইজন ওই ডোবায় গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা ডোবার মাঝখানে গেলে তলিয়ে যায়। বেলা ১১টার দিকে ডোবার পাশেই ঈদগাহ মাঠে ফুটবল খেলছিলো ছোট শিশুরা। হঠাৎ শামীম নামে এক শিশু তাদের দুইজনের মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে ডোবা থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

মো. রুবেল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ছোট শিশুদের চিৎকারে এগিয়ে এসে দেখি ডোবায় দুই শিশুর মরদেহ ভাসছে। পরে আমিসহ কয়েকজন পানিতে নেমে তাদের মরদেহ ওপরে তুলি। এর মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তাদের সন্তানদের শনাক্ত করে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করা হয়েছে। পরে ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪