ফরিদপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লার পক্ষে সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই গণসংযোগ ও র্যালিতে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা শাখার খেলাফত মজলিসের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
গণসংযোগটি শুরু হয় প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার নিজ এলাকা ভাঙ্গার পুলিয়া বাজার থেকে এবং তা বালিয়াহাটি, চন্দ্রপাড়া, সদরপুর, বাবুরচর, পিয়াজখালী, আকোটেরচর, মনিকোঠা, চর হাজীগঞ্জ, নতুন বাজার হয়ে চরভদ্রাসনের বিভিন্ন বাজার, এম কে ডাঙ্গী, মৌলভীরচ, চরবিষ্ণুপুর, ভাষাণচর, কৃষ্ণপুর, উজিরখার কান্দি, আদমপুর, জাহানপুর, পুখুরিয়া হয়ে পুনরায় পুলিয়ায় এসে শেষ হয়।
গণসংযোগে শতাধিক হায়েস, অর্ধ-শতাধিক মিনি ট্রাক, এবং শতাধিক মোটরসাইকেলে হাজারো নেতাকর্মীর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাস্তাজুড়ে ধ্বনিত হচ্ছিল স্লোগান- “নারায়ে তাকবীর-আল্লাহু আকবার”, “মুক্তির রাজপথ-ইসলামী খেলাফত”, “শান্তির মার্কা-রিকশা মার্কা”, “মিজান মোল্লার সালাম নিন—রিকশা মার্কায় ভোট দিন”।
গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “আমরা এ দেশের মানুষের মুক্তির জন্য ইসলামী খেলাফতের আহ্বান জানাচ্ছি। ইসলামই একমাত্র শান্তির পথ। ন্যায়ের বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী শরীয়াহভিত্তিক শাসনব্যবস্থা প্রয়োজন। তাই আসন্ন নির্বাচনে ইসলামী দলকে বিজয়ী করে দেশ ও জাতিকে কল্যাণের পথে এগিয়ে নিতে হবে।” তিনি সবাইকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, চরভদ্রাসন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিন, সদরপুর শাখার সিনিয়র সহসভাপতি হাফেজ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মুফতী মামুনুর রশীদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী আরাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতী আবু তালহা, অর্থ সম্পাদক আমানত উল্লাহ আমান, দপ্তর সম্পাদক মুফতী আখতার হুসাইন, প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, যুব মজলিস সভাপতি মাওলানা রইসুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী জাবের হুসাইন, সহ-সভাপতি আক্কাছ আলী মাস্টারসহ শ্রমিক মজলিস, ছাত্র মজলিস এবং মিডিয়া ইউনিটের নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/আরএইচ