বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় সাংবাদিকদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বাদ আসর বগুড়া শহরের ঐতিহাসিক বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীন।
বৃক্ষরোপণ আয়োজনে আরও অংশ নেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বর্তমান সভাপতি মির্জা সেলিম রেজা, প্রবীণ সাংবাদিক মহসিন আলী রাজু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ শাহিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দৈনিক দিনকাল বগুড়া অফিস প্রধান কালাম আজাদ, বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিএনপি নেতারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সঙ্গে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা বেলায়েত আলী।
রিপোর্টার্স২৪/আরএইচ